কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৬:২৪ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৬:২৪ পিএম
গাজীপুরের কালীগঞ্জ বাজারের এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।
এ সময় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় জেলিযুক্ত চিংড়ি বিক্রির জন্য কালীগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী ও উপজেলার চান্দাইয়া গ্রামের হরেন্দ্র চন্দ্র দাসের পুত্র হরে রাম দাসকে (৪০) একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় ও আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের জেলিযুক্ত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়।
মামলার বাদী হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইএইচ