Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রাম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

অক্টোবর ১৭, ২০২৪, ০৬:৫১ পিএম


চট্টগ্রাম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের সরবরাহ স্থিতিশীল এবং  মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর খুলশীতে বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় খুলশী মার্ট সুপারশপ এবং স্বপ্ন সুপারশপে বিক্রয়ের জন্য প্রদর্শিত বিভিন্ন কৃষি পণ্যের মূল্য তালিকা- প্রাইস ট্যাগ না থাকা, একই পণ্যের ভিন্ন মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কৃষি বিপণন আইনে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করেন।

এ ধরনের অপরাধ পুনরায় না ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা.প্রা.) শাহরিয়ার আকুঞ্জী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাজারে কৃষি বিপণন আইন ২০১৮ এর প্রতিপালনীয় বিষয় সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!