Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

জিওসি লে. জে. মাইনুর

পাহাড়ে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলতে হবে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৭:২৮ পিএম


পাহাড়ে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলতে হবে

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি সেনানিবাস অডিটরিয়ামে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লে. জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এসডব্লিউসি, পিএসসি, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি এনডিসিসি পিএসসি।

প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজের আনুষ্ঠানিকতা শুরু করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের ঐতিহ্য ও কৃতিত্বের স্বীকৃতি জানান।

এ সময় গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার রাইসুল ইসলাম, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিপ্রু  সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে লে. জেনারেল মো. মাইনুর রহমান বলেন- পার্বত্য অঞ্চলে সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি। তা আমরা মোকাবেলাও করছি।

দেশকে ভবিষ্যতে সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!