Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাজীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদ করায় বড় ভাইয়ের মাথা ফাটাল বখাটেরা

পূর্বাচল ও পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূর্বাচল ও পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৮:৪১ পিএম


গাজীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত, প্রতিবাদ করায় বড় ভাইয়ের মাথা ফাটাল বখাটেরা

গাজীপুর মহানগরীর পূবাইলে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ও তার এক বন্ধুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বখাটে ও তার লোকজনের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর ভাই।

নগরীর ৪১নং ওয়ার্ড ভাদুন আকাশ ভিলা রিসোর্টের সামনে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৪০নং ওয়ার্ডের ইছালী এলাকার শাহজাহানের মেয়ে ও ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রায়ই স্কুলে ও প্রাইভেটে যাওয়া-আসার পথে ইভটিজিং করে আসছিল ভাদুন এলাকার আফজাল সরকারের ছেলে ইমন (১৬)। স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারকে জানালে ভাই সাগর আহমেদ (২০) ও তার বন্ধু শিহাব বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ইমনকে ইভটিজিংয়ের কথা জিজ্ঞাসা করেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং অভিযুক্ত ইমন ও আকবর সরকার (৪২), আকাশ (৩০), শাকিলের (২০) নেতৃত্বে ৪-৫ জন সাগর ও শিহাবকে কাঠের লাঠি ও ধারালো ছেন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।

গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন স্বজনেরা।

এ ঘটনায় আহত সাগর একই দিন দুপুরে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম আমার সংবাদকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!