Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সহকারী পুলিশ সুপারের নেতৃত্ব

মধুপুরে ৩ মাদকসেবীসহ গ্রেপ্তার ৭

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৪, ১২:৩১ এএম


মধুপুরে ৩ মাদকসেবীসহ গ্রেপ্তার ৭

টাঙ্গাইলের মধুপুরে ৩ মাদকসেবীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীসহ ৭ জন আসামিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহার নামীয় আসামি মধুপুর বাসস্ট্যান্ড এলাকার খন্দকার নাজমুল হোসেন, ওয়ারেন্টভুক্ত আসামি জলছত্র এলাকার মোহাম্মদ শাহজাহান ওরফে সাজু, চাকন্ড গ্রামের দেলোয়ার হোসেন, পৌর শহরের বয়েল মোড় এলাকার রিনা পারভেজ, মাদকসেবী গোপীনাথপুর গ্রামের শাহীন, একই গ্রামের শাহীন ও লিটন।

মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল আহমেদ পিপিএম জানান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ জন মাদক সেবন করে মাতলামি করার সময় পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, একই দিনে পৃথক মামলায় ওয়ারেন্টের তিন আসামি এবং নিয়মিত মামলার ১ আসামিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!