Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গুয়ার হাওড়ে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৪, ০৫:৪৩ পিএম


টাঙ্গুয়ার হাওড়ে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে এসে গোসলে নেমে আলী আহসান (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি ঢাকার মুগদা থানার বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আলী আহসান পেশাগত জীবনে ঢাকায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসে কর্মরত ছিলেন।

সঙ্গে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান আমার সংবাদকে বলেন, রাজধানী ঢাকা থেকে হাউজবোট যোগে ৩৪ জনের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওড়ের ঘুরতে আসি। হাউজবোটটি দুপুর ১২টার দিকে হাওড়ের ওয়াচ-টাওয়ারে যাত্রা বিরতি করে। এবং সেখানে ঘুরতে আসা সবাই গোসলে নামি। তখন হাওড়ে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটের উপরে উঠে আসলেও সহকর্মী আলী আহসানের দেখা মিলেনি। এরপর থেকে আলী আহসানের আর কোনও খোঁজ পাচ্ছি না আমরা।

তিনি আরও বলেন, ঘটনাটি পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসকে জানিয়েছি শুরুতেই। কিন্তু দুপুর ৩টা পর্যন্ত নিখোঁজ আলী আহসানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কাউকে ঘটনাস্থলে আসতে দেখেনি।

বিআরইউ
 

Link copied!