Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে রাজবাড়ি বিল্ডার্সের পক্ষ থেকে খাদ্য বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৪, ০৭:১৪ পিএম


অভয়নগরে রাজবাড়ি বিল্ডার্সের পক্ষ থেকে খাদ্য বিতরণ

যশোরের অভয়নগরে পানিবন্দি মানুষের মাঝে রাজবাড়ি বিল্ডার্স ও রাজবাড়ী প্রোপার্টি এন্ড বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অভয়নগরের কৃতি সন্তান রাজবাড়ি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবুল হোসেন পানিবন্দি শত শত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

তিনি বলেন, আমার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে রয়েছে।  তাদের কষ্ট দেখে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে এসে দাঁড়িয়েছি। জলাবদ্ধ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নৌ বাহিনীর সাবেক পেটি অফিসার এমএ গফুর, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নুরুজ্জামান, প্রফেসর আব্দুর রউফ, সাবেক সেনা সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন খাঁন, গাজী ইকবাল কবির, ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক তরিকুল ইসলাম বাবলু, ছাত্রনেতা রাকিব পাটোয়ারীসহ অন্যান্যরা।

আরএস
 

Link copied!