Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৪ শতাধিক নেতাকর্মীকে নিয়ে চাঁদপুরে ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৪, ০৮:৩৩ পিএম


৪ শতাধিক নেতাকর্মীকে নিয়ে চাঁদপুরে ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

চাঁদপুরের ৮ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীকে নিয়ে বিজয়ী সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা করা হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) দিনব্যাপী শহরের অযাচক আশ্রমে এই অনুষ্ঠান হয়।

এতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, সদস্য সচিব উৎপল মজুমদার আশিষ, জেলা ঐক্য পরিষদের সহসভাপতি জয়রাম রায়, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জয় চন্দ্র নাগ, চাঁদপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মতলব উত্তর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধে শ্যাম সাহা চান্দু বাবু, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ পাল, সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, হাইমচর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অজয় মজুমদার, কচুয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, মতলব দক্ষিণ ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, শাহরাস্তি উপজেলার সভাপতি কমল চক্রবর্তী,সাধারণ সম্পাদক মাধু, চাঁদপুর পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, মতলব পৌর ঐক্য পরিষদের আহ্বায়ক পিন্টু সাহা, যুগ্ম আহ্বায়ক উৎপল চন্দ, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক কানাই দে, তিথি রাণি সরকার, ফরিদগঞ্জ যুব ঐক্যের সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র লোধ, হাইমচর যুব ঐক্যের আহ্বায়ক মিঠুন সরকার, সদস্য সচিব শিমুল অধিকারী সুমন,কচুয়া যুব ঐক্যের আহ্বায়ক অসীম পোদ্দার, সদস্য সচিব বিনয় সরকার, আইনজীবী ঐক্য পরিষদ নেতা অ্যাড. সুমন সাহা, নির্মল পাল, অ্যাড. প্রভাস সাহা প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, অহেতুক ও অকারণেই মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে যা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ মামলা প্রত্যাহার না করলে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সনাতনীরা কঠোর আন্দোলনে মাঠে নামবে। ঐক্য পরিষদ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং তৃণমূল পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। এমনকি অধিকারের প্রশ্নে তৃণমূলের সনাতনীরাও এখন ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশি, বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের সম-অধিকার রয়েছে। এ অধিকার নিয়েই বাঁচতে চাই। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হিন্দুদের বাড়ি-ঘর ও দোকান-পাটে নানা সময়ে হামলা ও লুটপাট হয়েছে। এই নিন্দনীয় হামলা ও লুটপাটের বিচার দেখতে চাই। এসব ঘটনার সাথে যারা জড়িত সেসব দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি ঐক্য পরিষদের পক্ষ হতে জোর দাবি জানাচ্ছি।

এর আগে দুর্গোৎসবের বিজয়ার সম্মিলনী উপলক্ষ্যে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে ঐক্য পরিষদসহ এর সহযোগী ৮টি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাগমে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। পরে আলোচনা সভা শেষে সবাই দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

আরএস

Link copied!