Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৯৯ বস্তা চিনি জব্দ

নেত্রকোণায় মোটরসাইকেলসহ ২ চোরাকারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০২:২৯ পিএম


নেত্রকোণায় মোটরসাইকেলসহ ২ চোরাকারবারি আটক

নেত্রকোণায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক এবং ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।

নেত্রকোণা জেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার গভীর রাতে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করে।

আটককৃত চোরাকারবারিরা হলেন- কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজমের ছেলে বিমল হাজম।

আটক ব্যক্তিরা বাইকটি বর্ডার এলাকা থেকে অবৈধভাবে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।

আটক ব্যক্তিদের ও মোটরসাইকেলটি কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!