Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০২:৪২ পিএম


বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

বগুড়ার শাজাহানপুরে বগুড়া-নাটোর মহাসড়কের উপরে দ্রুতগামী বালুভর্তি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, পলাশ (৩৪), এবং আপেল (৩২)।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্কের উত্তর পার্শ্বে কৃষি কলেজের সামনে নাটোর টু বগুড়া হাইওয়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়ন সাদিক পার্কের উত্তর পার্শ্বে কৃষি কলেজের সামনে নাটোর টু বগুড়া হাইওয়ে পাকা রাস্তার উপর দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বগুড়া থেকে নন্দগ্রাম গামী মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীর মৃত্যু হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ইএইচ

Link copied!