Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে রেলওয়ে কর্মকর্তাদের উপর হামলা: ৬ জনের নামে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৪:৩৮ পিএম


বোয়ালমারীতে রেলওয়ে কর্মকর্তাদের উপর হামলা: ৬ জনের নামে মামলা

ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রাজাড়ীর ১৫নং কাচারীর (ভূসম্পত্তি বিভাগ) মো. বাবু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাদী হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন।

মামলায় স্বাস্থ্য সহকারী জিয়াউর রহমানসহ ৬ জনের নাম উল্লেখপূর্বক আরও ৫০-৬০জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মো. বাবু শুক্রবার বিকাল ৪টায় থানায় লিখিত অভিযোগ দিলে রাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় কোন আসামি এখনও গ্রেপ্তার হয়নি। 

জিয়াউর রহমান স্বাস্থ্য সেবা হিসেবে আলফা ডাঙ্গা উপজেলায় কর্মরত আছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওয়ান শামীম খান বলেন, মামলার নথিপত্র এখনও হাতে পাওয়া যায়নি। নথিপত্র হাতে পেলেই তদন্ত শুরু হবে এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান চলবে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম দ্রুতই শুরু হবে। এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেপ্তার হয়নি।

ইএইচ

Link copied!