Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজগ‌ঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধি:

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধি:

অক্টোবর ১৯, ২০২৪, ০৪:৫৪ পিএম


সিরাজগ‌ঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত  ১৫

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি‍‍`র দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৯ অক্টোবর) সকালে তাড়াশ উপ‌জেলার মাগুড়া‌বি‌নোদ ইউ‌নিয়‌নের মান্নান নগর বাজার এলাকায় এ ঘটনা‌টি ঘটে।

এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, হামকু‌ড়িয়া গ্রা‌মের গ্রাম উন্নয়ন ক‌মি‌টি গঠন করা‌কে কেন্দ্র ক‌রে মাগুড়া‌বি‌নোদ ইউ‌নিয়‌নের ৬ নং ওয়ার্ড বিএন‌পি‍‍`র সভাপ‌তি আব্দুল খা‌লেক ও আড়াশ উপজেলা বিএন‌পি‍‍`র সদস‌্য শ‌হিদুল ইসলাম মোল্লার মধ্যে দ্বন্দ্বে জড়ি‌য়ে প‌রে।

এরই জের ধ‌রে উভয় পক্ষ মান্নান নগর বাজা‌রে সংঘ‌র্ষে জ‌রি‌য়ে প‌রে। সংঘ‌র্ষে মোতা‌লেব হো‌সেন, আব্দুল র‌শিদ, সাইফুল ইসলাম, র‌ফিকুল ইসলাম, মাহতাব আলী, মহশীন, শিবলু, আব্দুল বা‌রিক, তছ‌লিম,আব্দুর রাজ্জাকসহ হামকু‌রিয়া গ্রা‌মের অনন্ত ১৫ জন গুরতর আহত হন। এদের মধ্যে আব্দুর র‌শিদ ও মাহতাব আলী‌র অবস্থা আশঙ্কাজনক।

এ ব‌্যপা‌রে তাড়াশ থানার ও‌সি মো. আসলাম হো‌সেন ব‌লেন, ঘটনাস্থলে পু‌লিশ মোতা‌য়ন করে পরি‌স্থি‌তি নিয়‌ন্ত্রনে আনা হ‌য়ে‌ছে এ বিষয়ে এখনো পর্যন্ত মামলা হয়নি ।

বিআরইউ
 

Link copied!