Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির লিফলেট বিতরণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৫:২৬ পিএম


বিজয়নগরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির লিফলেট বিতরণ

আওয়ামী লীগের মতো কালসাপ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তারা যে কোন সময় আবার বিষ দাঁত দিয়ে ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বলেন, অপেক্ষাকৃত কম অপরাধী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আমরা ৫ আগস্টের পরে রক্ষা করেছি। তারা অকৃতজ্ঞ। সেই রক্ষা করাকে তারা মনে রাখবে না। আমরা এখন ধৈর্য ধরতে হবে, আগামী দিনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, তাই আমাদের শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার বিজয়নগর উপজেলার বিভিন্ন বাজারে দিনব্যাপী বিএনপির পক্ষে গণসংযোগ করার ফাঁকে উপজেলার আমতলী বাজারে পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, রেজুওয়ানুল ইসলাম শীষ, সাবেক সহ-সভাপতি মিলন মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহিনুর রহমান হৃদয়, তিতুমীর কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান ইসলাম জুয়েল, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, কাজী মিজানুর রহমান, সাগর আহমেদ, শাহিন আলম উপজেলা ছাত্রদল নেতা শিহাব খন্দকার, পত্তন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল ভুঁইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব ভূঁইয়াসহ বিজয়নগর উপজেলার শতাধিক ছাত্রদল নেতাকর্মী।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে বিএনপির পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!