Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৭:২৭ পিএম


বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত করা হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি‍‍`র ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।

পত্রটি বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত ওই পত্রের অনুলিপি সংবাদপত্র কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

বিএনপি‍‍`র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, বিএনপি কেন্দ্রীয় দপ্তর কর্তৃক চিঠির আলোকে (স্মারক-বিএনপি/সাধারণ/২৬/২০২৪ ইং) তদন্ত প্রতিবেদন উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত উক্ত উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হলো।

আরএস

Link copied!