Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

লামায় রাবার বাগানে সন্ত্রাসীদের হামলা

লামা (বান্দরবন) প্রতিনিধি

লামা (বান্দরবন) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৮:৩৪ পিএম


লামায় রাবার বাগানে সন্ত্রাসীদের হামলা

বান্দরবানের লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলীর আগা নামক স্থানে গত ১৮-১০-২৪ সকাল ৯টার সময় নিজ রাবার বাগানে কাজ করার সময় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হলেন শাহেদা আক্তার (৫০)

গতকাল সকালে মিজানুর রহমানও তার শাশুড়ি শাহেদা আক্তার  কর্মচারীদের নিজের রাবার বাগানে কাজ করতে যায়, এসময় স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্য কুতুব মেম্বার ও তার পালিত ক্যাডার  রবিউল হোসেন সহ সশস্ত্র বাহিনী অতর্কিত হামলা চালায় এতে গুরুতরভাবে আহত হয় শাহেদা আক্তার,তার ছেলে ইউসুফ তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাদের লামা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ভুক্তভোগী শাহেদা আক্তার এর মেয়ের জামাতা মিজানুর রহমান জানান আমার শ্বশুর ও শাশুড়ির ২৮৬নং ও রাবার /৫২ নং হোল্ডিং একই মৌজায় জি/ ১২৫  রাবার/ ৬২ হোল্ডিং এর প্রজা আব্দুস  ছোবাহানের নিকট হইতে আমমোক্তার নামা মূলে প্রাপ্ত রাবার/৬২ নং হোল্ডিং এর আন্দর রাবার বাগান স্থগিত আছে, উক্ত রাবার সমূহ বাগান হইতে টেপার লোকজন দিয়ে রাবার আহরণ করে ভোগদখলে স্থিত আছে।

স্থানীয় লোকজন জানান, সন্ত্রাসী কুতুব মেম্বার  দীর্ঘদিন ধরে লোভের বশবর্তী হয়ে এই রাবার বাগান দখলের চেষ্টা চালায় ও ঘটনার দিন রাতে ৪০থেকে ৫০ জন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আধারে শাহেদা আক্তার এর বাগানে ঢুকে ১৬৫ টি গর্জন গাছ ও শ-খানেক রাবার গাছ কেটে ফেলে প্রায় ৬-৭ লাখ টাকার গাছ  লুট করে নিয়ে যায় লোকজনের উপস্থিতি টের পেয়ে বাকী গাছগুলো ফেলে রেখে যায়।

ভুক্তভোগী শাহেদা আক্তার উক্ত ঘটনার জন্য লামা থানায় এজেহার দায়ের করেন ১৯-১০-২৪  লামা থানার ইনচার্জ  শামীম শেখ  ঘটনাস্থলে তার ফোর্স পাঠায় ঘটনার তদন্তের জন্য।

ভুক্তভোগী শাহেদা আক্তার জানান কুতুব মেম্বার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর প্রভাব খাটিয়ে পাহাড় কাটা,বালু উত্তোলন,অবৈধভাবে জমি দখল করেছে অসংখ্য লোকজনের,তার বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে লামা থানায়।

এই বিষয়ে কুতুব মেম্বারের সাথে যোগাযোগ করে জানতে চাইলে  সে জানান  পরিকল্পিতভাবে  আমাকে ফাঁসানোর জন্য এইসব ঘটনা সাঝানো হয়েছে বলে জানিয়েছেন।

আরএস

Link copied!