Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

অক্টোবর ২০, ২০২৪, ১১:৫৯ এএম


মনোহরগঞ্জে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম রিপন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহ সুলতান খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভুঁইয়া, আব্দুল মুনাফ চেয়ারম্যান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রহমত উল্লাহ জিকু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরি।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন— সাবেক ছাত্রদল নেতা সৈয়দ সাহাদাত হোসেন বাবলু। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, জহিরুল ইসলাম জুয়েল, শামছুল আলম মানিক, বাহারুল আলম বাবর, কামরুল হাছান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মান্নান মনু, যুগ্ম আহ্বায়ক বেলাল সরকার, জসিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রুবেল।  

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুক, ঝলম উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিয়ান আনোয়ার, নুর মোহাম্মদ, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, জালাল ব্যাপারী, ইঞ্জিনিয়ার সোহেল রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব আলম টিপু, ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক সাবমির মাহমুদ শামিম, সদস্য সচিব রনি মুন্সিসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিআরইউ

Link copied!