Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৩:৫৯ পিএম


হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ

দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষ মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ।

রোববার বেলা ১১টায় মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান।

এ সময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের উপরে নানা বক্তব্য দেন অতিথিবৃন্দ। আগামীতে আরো ভালো ফলাফল করায় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।

এ সময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবু, কলেজ গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদ সহ অনেকে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।

ইএইচ

Link copied!