Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৪:০৬ পিএম


ফুলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ময়মনসিংহের ফুলপুরে গলায় ফাঁস দিয়ে শামীম মিয়া (২৬) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে পৌরসভার গোদারিয়া গ্রামের তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শামীম পেশায় একজন পিকআপ ড্রাইভার ছিলেন। এক সন্তানের জনক শামীম পৌরসভার ৫নং ওয়ার্ডের গোদারিয়া গ্রামের আব্দুল্লাহ ও শাহিনুর দম্পতির সন্তান।

শামীম কোমরের বেল্ট দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ

Link copied!