Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ে মাদক সম্রাজ্ঞী ফুলবানু গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

অক্টোবর ২০, ২০২৪, ০৫:১৬ পিএম


কাপ্তাইয়ে মাদক সম্রাজ্ঞী ফুলবানু গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি এবং এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফুলবানুকে (৫০) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কাপ্তাই থানা সূত্র জানায়, থানার ওসি মো. মাসুদের নির্দেশে রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২ টার সময় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি আটক অভিযান পরিচালনা করা হয়।

এসময় এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনির বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামি ও আলোচিত মাদক কারবারি ফুলবানু (৫০), পিতা- দারু মিয়াকে আটক করা হয়।

এঘটনায় কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, আটক ফুলবানু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও পাচার কাজে জড়িত রয়েছে বলে কাপ্তাই থানা পুলিশ সূত্র জানিয়েছে। তার নামে থানায় একাধিক মাদক আইনে মামলা ও জিডি রয়েছে।

বিআরইউ

Link copied!