Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে ইউপি চেয়ারম্যানদের মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৭:৫৫ পিএম


নবীনগরে ইউপি চেয়ারম্যানদের মানববন্ধন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন ও চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের পদে পূর্ণ মেয়াদ বহাল রাখার দাবিতে নবীনগর উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেছে।

রোববার দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, এম আর মজিব যুগ্ম সম্পাদক (শিবপুর), হেলাল উদ্দীন (নবীনগর পূর্ব), নুর আজ্জম (নবীনগর পশ্চিম) খন্দকার মনির হোসেন (রসুল্লাবাদ), আকতার হোসেন (নাটঘর), জাকারুল হক (বিদ্যাকুট), জাহাঙ্গীর আলম (লাউর ফতেহপুর), লূৎফর রহমান লাল মিয়া (বড়িকান্দি), মেহেদী জাফর দস্তগীর (বিটঘর), জাকির হোসেন (বড়াইল) ইউনিয়নের চেয়ারম্যানসহ নবীনগর উপজেলার সকল পরিষদের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!