Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৮:১৬ পিএম


মির্জাগঞ্জে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং

পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাজার মনিটরিং করেছে প্রশাসন।

রোববার বেলা ১১টায় উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র সুবিদখালী বাজারে শাক-সবজি, মাছ, মাংস, ব্রয়লার মুরগী, মুদি-মনোহরী, ব্রয়লার মুরগীর ডিম, চাল ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আড়তের চালান কপি না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় শাক-সবজি, ফলমূল ও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দীন মাসুদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান মির্জাগঞ্জ থানার পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় আড়ত থেকে ক্রয়কৃত পণ্যের চালান (মেমো), পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এর নেতৃত্বাধীন বাজার মনিটরিং টিম।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও আড়তের চালান প্রদর্শন করতে না পারায় সবজি বিক্রেতা মো. রুহুল আমিনকে ১হাজার ৫শত টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় স্বাধীন বাংলা গোশতের দোকানে ৫শত টাকা ও নিম্নমানের বীজ বিক্রির দায়ে ভাসমান বীজ বিক্রেতাকে ৫শত সহ ২ হাজার ৫শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি, আড়তের চালান কপি সংরক্ষণ, দৈনিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন বাজার মনিটরিং টিম।

ইএইচ

Link copied!