Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৯:০২ পিএম


ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার শহরের খাজুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান মাসুদ (২৪) জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের নুরুল হকের ছেলে ও ফেনী সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী।

নিহতের ভাই ফিরোজ ভূইয়া জানান, ক্লাশ শেষে মোটরসাইকেল মেরামতের জন্য খাজুরিয়া গিয়েছিল মাসুদ। ঘটনার সময় প্রথমে সিএনজি অটোরিকশার সঙ্গে  ধাক্কা ও পরে ট্রাক চাপায় মারাত্মক আহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, পথচারীরা গাড়িগুলো আটক করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!