Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৯:১৩ পিএম


নেত্রকোণায় ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা উদ্বোধন

নেত্রকোণায় ক্ষুদ্র কুটির শিল্প ও দেশীয় পণ্যকে সর্বসাধারণের মাঝে জনপ্রিয় করে তুলতে ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় পুরাতন কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে মাসব্যাপী।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্যসচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এ সময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ও নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ।

ইএইচ

Link copied!