Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালসহ আটক ১১

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৯:১৯ পিএম


চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালসহ আটক ১১

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মা ইলিশ’রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে রোববার চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক মেঘনা নদীর মোহনা, হরিনা ফেরি ঘাট, আলু বাজার ফেরিঘাট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন জেলেসহ পনের হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়।

জব্দকৃত জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ সমূহ স্থানীয় মাদ্রাসা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আটককৃত ১১ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!