Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মেঘনায় ১৪ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৯:২৫ পিএম


বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মেঘনায় ১৪ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ফেলে মাছ ধরার অভিযোগে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম।

বলেন, মা ইলিশের রক্ষা অভিযান শুরুর প্রথম দিন থেকেই আমরা নদীতে অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত অভিযানে ১৪ জেলেকে আটক করেছি। এছাড়াও ২ লাখ ১১ হাজার ৩শ’ মিটার অবৈধ কারেন্ট জাল মাছ ধরার কাজে ব্যবহার করার সময় জব্দ করেছি। একই সাথে ৩টি জেলে নৌকা জব্দ করেছি।

ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম আরও বলেন, আমরা আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। ফাঁড়িতে এসব অভিযানে এখন পর্যন্ত ২টি মামলা দায়ের হয়েছে। জেলেরা প্রায়ই ইটপাটকেল মেরে আমাদের অভিযানে বাধাগ্রস্ত করতে চেষ্টা করে। তবুও আমরা মা ইলিশ রক্ষায় জীবন বাঁজি রেখে নদীতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

ইএইচ

Link copied!