Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাকুন্দিয়ায় কুয়াশার চাদরে শীতের আগাম বার্তা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ১২:৪২ পিএম


পাকুন্দিয়ায় কুয়াশার চাদরে শীতের আগাম বার্তা

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় শুরু হয়েছে শীতের আমেজ। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় শীতের অনুভূতি।

সোমবার ভোরে দেখা যায়, ফসলের মাঠে খোলা মাঠের ঘাসের ওপর চিকচিক করে শিশির ফোটা।

রাতভর টিপটিপ করে শিশির পড়ে। রাতে ফ্যানের পরিবর্তে নিতে হয়, কাঁথা কিংবা হালকা গরম সকাল ছয়টার দিকে দেখা যায়, ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে।

উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের নবাব আলী বলনে, আমাদের এলাকায় ঠান্ডা শুরু হয়ে গেছে। গভীর রাত থেকে শুরু হয় কুয়াশা এবং ফজরের নামাজের পর পর্যন্ত সেই কুয়াশা থাকে। দিনদিন কুয়াশা বৃদ্ধি পাচ্ছে। রাতে শীতের কারণে আপাতত কাঁথা বের করা হয়েছে।

এদিকে দিনে গরম এবং রাতে শীতের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালের বিভিন্ন কক্ষে স্থান সংকুলান না হওয়ায় মেঝে বা বারান্দায় স্থান নিয়েছেন অনেক রোগী।

শীতের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় মানুষজন শীতের কাপড় বের করতে শুরু করেছেন। বিশেষ করে রাতে পথচারী ও মোটরসাইকেল চালকদের শীতের কাপড় পরতে দেখা যায়, পুলেরঘাট উপশহর, পাকুন্দিয়া পৌর সদর,কোদালিয়া চৌরাস্তা বাজারের লেপ-তোশক দোকানদারদের কর্মব্যস্ততাও বেড়ে গেছে। অনেকে শীতের আগেই শীতের কাপড় এবং লেপ-তোশক তৈরি করে আগাম প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলার পুলেরঘাট বাজারের সোহাগ  বেডিং হাউজের মালিক সোহাগ  বলনে, প্রতিবছর এই সময়ে আমাদের কাজের চাপ বেড়ে যায়। এবারো আমাদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। তবে কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় আগের মতো ভিড় নেই। অনেকে সাধ্যের মধ্যে লেপ বানানোর অর্ডার দিচ্ছেন।

ইএইচ

Link copied!