Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০১:৩৪ পিএম


ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির চর-দৌলতপুর গ্রামে মালোপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা রানী বালা (৫০) নামে এক স্কুল শিক্ষিকাকে রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সবিতা রানী বালা চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। ৮৫নং চর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন তিনি।

রোববার দিবাগত গভীর রাতের যে কোনো সময়ে চর-দৌলতপুর গ্রামের মালো পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রাণী বালা স্কুল শিক্ষক থাকার কারণে তিনি গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। তার স্বামী বাড়িতে থাকা মন্দিরে পূজা-অর্চনা করে পাশের ঘরে ঘুমিয়ে থাকেন।

রোববার রাতে দৈনন্দিন কাজ শেষে প্রতিদিনের মতো রাতে ঘরে একা ঘুমিয়ে ছিলেন ওই স্কুল শিক্ষিকা। তার স্বামী বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে পরিতোষ মন্ডল টয়লেটে যাওয়ার জন্য বের হতে গেলে বাহির পাশ থেকে ঘরের দরজার ছিটকিনি লাগানো দেখেন পরে তিনি সবিতা রাণিকে ফোন দিলে তার ফোন বন্ধ পায়।

পরে প্রতিবেশী ভাই সন্তোষ মন্ডলকে ফোন করলে তার ঘরের ছিটকিনি ও বাহির থেকে বন্ধ পেয়ে পেছন দরজা দিয়ে বের হন। পরে সবাই মিলে সবিতা রাণীর ঘরে গিয়ে তার হাত পা বাঁধা মরদেহ দেখতে পান।

স্বজনরা ধারণা করছেন, রাতের যেকোনো সময় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে চোরের দল। ওই নারী তাদের চিনে ফেলায় তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় ঘরের আসবাবপত্র এলোমেলো করে সবিতা রাণী বালার ব্যবহৃত ল্যাপটপ হাতে ও গলায় ও কানে পরিহিত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার ভোরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে লোহাগড়া পুলিশ তৎপর রয়েছে।

ইএইচ

Link copied!