Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে খুচরা সার ডিলারদের সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৩:৪৫ পিএম


গুরুদাসপুরে খুচরা সার ডিলারদের সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত ৫০ শতাংশ সার ও কমিশন না পাওয়ার অভিযোগে খুচরা সার ডিলারদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় চাচকৈড় বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন খুচরা সার ডিলাররা।

অভিযোগের তীর বিসিআইসি সার ডিলারদের বিরুদ্ধে।

খুচরা সার ডিলার কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সায়েম সরকার ও আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযোগ করে জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে তাদের বরাদ্দকৃত সার ও কমিশন বন্ধ রয়েছে। এ ছাড়াও ২৫ জন খুচরা ডিলারকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

খুচরা সার ডিলাররা অভিযোগ করেন, বিসিআইসি সার ডিলাররা সঠিকভাবে তাদের বরাদ্দকৃত সার প্রদান করছেন না, ফলে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এতে কৃষকদের কাছে সঠিক সময়ে সার পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা কৃষিক্ষেত্রে প্রভাব ফেলছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ বলেন, ১০ জন বিসিআইসি ডিলারদের মধ্যে কোনো ডিলারের বিরুদ্ধে নাম উল্লেখ না করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুস সোবহান মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নিয়ম অনুযায়ী খুচরা ডিলারদের বরাদ্দকৃত সার ও কমিশন প্রদান করে আসছি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার জানান, এই বিষয়ে পরপর দুটি মিটিং আয়োজন করা হয়েছে, তবে খুচরা ডিলারদের মধ্যে মাত্র ২ জন উপস্থিত ছিলেন, বাকিরা আসেননি। এছাড়া কারা বরাদ্দকৃত সার দেননি, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!