Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে চারটি অবৈধ অস্ত্র উদ্ধার

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৬:৩৮ পিএম


বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে চারটি অবৈধ অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ দুটি এয়ারগান ও দুটি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে। 
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের পোল্ট্রি ফার্মে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অধিনায়ক লে. কর্নেল ফারহানা আফরীন, পিএসসি নির্দেশে বাজিতপুর আর্মি ক্যাম্প হতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পোল্ট্রি ফার্মটি তল্লাশি করে দুইটি এয়ারগান এবং দুইটি লম্বা রামদা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। ফার্মটির মালিক উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামের মৃত মো: মেন্দু ভূঁইয়ার পুত্র মো. আনোয়ার হোসেন।

আরএস

 

Link copied!