Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৭:০৪ পিএম


কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিনের পদত্যাগ ও বদলির দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আওয়ামী রাজনীতির লেজুরবৃত্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতাকারী হিসেবে চিহ্নিত মোসলেম উদ্দিনকে কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করতে হবে শিক্ষার্থীদের এমন দাবিকে তুলে ধরে আন্দোলনকারী এই মানববন্ধন করে। 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সদ্য যোগদান করা অধ্যক্ষ মোসলেম উদ্দিন কলেজে আসার পর থেকেই কলেজের শিক্ষা মনোরম পরিবেশ সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে। সেকারণে কলেজের সুনাম মর্যাদা অক্ষুণ্ন রাখতে চাইলে তার মতো এমন অযোগ্য প্রতিষ্ঠান প্রধানকে কলেজ থেকে উৎখাত করে একজন প্রজ্ঞাবান দায়িত্বশীল অভিভাবক পরায়ণ শিক্ষককে প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসের এই আন্দোলনের আগুন বাইরেও ছড়িয়ে পড়বে বলে আলটিমেটাম বেধে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা আরও জানান যে, কলেজের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশকে নস্যাৎ করার পাশাপাশি ছাত্রদের বৈষম্যমূলক আচরণের মুখে ঠেলে দিয়েছেন, যা শিক্ষার মান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে ব্যবহার করছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা একজন স্বচ্ছ ও নিরপেক্ষ শিক্ষকের অধীনে অধ্যয়ন করতে চাই। মোসলেম উদ্দিনের মত একজন অবক্ষয়িত ব্যক্তির কারণে আমাদের মানসম্মত শিক্ষার পরিবেশ আজ বিপন্নের মুখে। সেই কারণে অবিলম্বে তাকে কলেজ থেকে অপসারণসহ পদত্যাগ দাবি করছে শিক্ষর্থীরা’।

তবে এবিষয়ে মন্তব্য জানতে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের সদ্য যোগ দানকারী অধ্যক্ষ মোসলেম উদ্দিনের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন এমন এসএমএসে খুদে বার্তা প্রেরণ করেও তার কোন সাড়া পাওয়া যায়নি।

আরএস

Link copied!