পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪, ০৭:৪৮ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪, ০৭:৪৮ পিএম
খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মাস ব্যাপী “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকালের দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স খেলাটি গোল শূন্যে ড্র হয়।
টুর্নামেন্টে ২০ দল অংশগ্রহণ করছে। প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এম পি ওয়াদুদ ভূইয়া বলেন, মাদক,সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে।
খেলাধুলা জাতির প্রাণই অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবেনা জানিয়ে তিনি আরো বলেন যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন।
আরএস