Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৮:৪৭ পিএম


টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল  বঙ্গবন্ধু সেতু মহাসড়কের  সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে । 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান  বিষয়টি নিশ্চিত করেছন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি মোহাম্মদ নান্নু খান জানান, সন্ধ্যায় দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। 

বাসটি আটক করা হলেও  চালক ও সহকারি পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস
 


 

Link copied!