Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইভটিজিংয়ের অভিযোগে দুর্গাপুরে যুবলীগ নেতাকে গণধোলাই

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৯:৩৭ পিএম


ইভটিজিংয়ের অভিযোগে দুর্গাপুরে যুবলীগ নেতাকে গণধোলাই

রাজশাহীর দুর্গাপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গণধোলাইয়ের স্বীকার যুবলীগ নেতা জিন্নাতুর অনিক (৩২) উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তিনি মাহাবুর রহমান ভূলুর পুত্র ও সাবেক সংসদ সদস্য মনসুর রহমানের উপদেষ্টা, আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলুথর ভাতিজা। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আওয়ামীলীগ নেতা আমিনুল হক টুলুথর ভাতিজা অনিক দীর্ঘদিন থেকে উপজেলার শ্রীধরপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সুরত আলীথর কলেজ পড়ুয়া কন্যা (২২) কে কলেজ ও কোচিংয়ে যাওয়ার পথে পথরোধ করে অশ্লীল অসামাজিক কথাবার্তা বলে ইভটিজিং করে আসছিলো। সোমবার দুপুরে তার কলেজ পড়ুয়া কন্যাকে ইভটিজিং করার উদ্দেশ্যে যুবলীগ নেতা অনিক গেলে স্থানীয়রা এসে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা জিন্নাতুর রহমান অনিক এর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!