Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ১০:২৮ পিএম


বাঞ্ছারামপুরে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কদমতলী কান্দু শাহ মাজারের পূর্ব আস্তানায় সিমেন্টের এঙ্গেল দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

নিহতের মুখ আঘাতে নষ্ট হয়ে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৪টায় এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ মোহাম্মদ পলাশ মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে।

আটক ওই ব্যক্তি দুলারামপুর গ্রামের মৃত হারেছ মিয়ার ছেলে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি এবং মৃত ব্যক্তির পরিচয় কার্যক্রম প্রক্রিয়া অব্যাহত আছে। নিহতের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

ইএইচ

Link copied!