Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাবনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

অক্টোবর ২২, ২০২৪, ০২:২৪ পিএম


পাবনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন

পাবনা জেলা সদর পাবনা টাউন গার্লস স্কুলে প্রধান শিক্ষক রবিউল করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পাবনার হামিদ রোডে ওই প্রধান  শিক্ষককে স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এর আগে, সোমবার পাবনা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিমের কক্ষ থেকে যৌন উত্তেজক সিরাপ, কনডম, মদের বোতলসহ নান উপকরণ উদ্ধার করেন শিক্ষক কর্মচারীরা। ঐ সময় বিক্ষোভ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক রবিউল করিম দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানির করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অশ্লীল ভাষায় কথা বলতেন বলে অভিযোগ রয়েছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক রবিউল করিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তার অস্তিত্ব যতদিন এই স্কুলে থাকবে ততদিন ছাত্রীরা যৌন হয়রানির শিকার হবেন। ছাত্রীদের নিরাপত্তার জন্য তাকে এই স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে তার শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত পাবনা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

ইএইচ

Link copied!