Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফটিকছড়িতে বালু উত্তোলনের দায়ে আটক ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০২:৫১ পিএম


ফটিকছড়িতে বালু উত্তোলনের দায়ে আটক ১

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাকিব হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সোমবার রাত ৮টা নাগাদ ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ চেঙ্গোরপুল নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এ সময় অনুমোদনহীন এবং ইজারা বহির্ভূত অবৈধ ভবে বালু উত্তোলনের অপরাধে ও অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ১টি ট্রাক ও বিপুল পরিমাণ বালু জব্দ করে প্রশাসন।

ইএইচ

Link copied!