Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলাপাড়ায় সরকারি এমবি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৩:০৪ পিএম


কলাপাড়ায় সরকারি এমবি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য দেন।

এ সময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, অতিশীঘ্রই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!