Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশাল থানার ওসিকে পুরস্কার ও সম্মাননা প্রদান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৩:০৮ পিএম


ত্রিশাল থানার ওসিকে পুরস্কার ও সম্মাননা প্রদান

বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিয়ে মামলা গ্রহণ, আসামি গ্রেপ্তার, হত্যা মামলার রহস্য উদঘাটন,পুলিশি টহল জোরদারসহ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও পুলিশের মনোবল বৃদ্ধিসহ পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রেখে দায়িত্ব পালন করায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার অর্জন করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।

সোমবার জেলা পুলিশের ক্রাইম সভায় ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদকে আনুষ্ঠানিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার আজিজুল ইসলাম।

পাশাপাশি তাকে দায়িত্ব পালনে উৎসাহিত ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন। ওসি মনসুর আহাম্মদ গত ২২ সেপ্টেম্বর ত্রিশাল থানায় ওসি হিসেবে যোগদান করেন।

ইএইচ

Link copied!