Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৩:৩০ পিএম


তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

গ্রেপ্তার মো. মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও তিনি আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম বলেন, মঙ্গলবার মনিরুজ্জামান মনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!