Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৪:৩৩ পিএম


আড়াইহাজারে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জয়নাল (৪৪) নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সবুজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তার নিজ বাড়ি আড়াইহাজার উপজেলার নৈকাহোন এলাকা থেকে তাকে গ্রেপ্তারর করা হয়।

গ্রেপ্তার যুবক ওই এলাকার শামসুলের পুত্র। তার নামে ১৮ আগস্ট আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকার ব্যবসায়ী মেহের আলী মোল্লার পুত্র জয়নাল মোল্রাকে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, আসামিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!