Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দাদন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কুষ্টিয়ার মুরগীর বাজার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৪:৪২ পিএম


দাদন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কুষ্টিয়ার মুরগীর বাজার

কুষ্টিয়ায় দাদন ব্যবসার কবলে পড়ে সোনালি ও ব্রয়লার মুরগি দাম বেড়েই চলেছে।

খামার থেকে তিন হাত ঘুরে খুচরা ব্যবসায়ীদের হাতে আসে এই মুরগি। এ কারণে দাদন সিন্ডিকেটের হাতেই মুরগির দাম নির্ধারিত হয়ে থাকে। ফলে এক সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগি দাম ২৭০ টাকা থেকে বেড়ে কেজি প্রতি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সেই সাথে ব্রয়লার মুরগিও কেজি প্রতি ৩০ টাকা বেড়ে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া পৌর বাজারসহ আশপাশের মুরগির দোকানে এ দামেই মুরগি বিক্রি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারের একজন মুরগি ব্যবসায়ী জানান, চৌড়হাস এলাকার কালু, দবির মোল্লা গেটের নূর ইসলাম, ত্রিমোহনী এলাকার খাদ্য ব্যবসায়ী আসাদুলসহ অনেকেই এসব দাদন ব্যবসার সাথে জড়িত।  দাদন ব্যবসায়ীরা কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারের নির্দিষ্ট কয়েকজন ডিলারের কাছে মুরগি সরবরাহ করে থাকেন।

লালন, হাসান, খায়রুলসহ কয়েকজন কাছে মুরগির দাম নির্ধারণ করে মুরগি সরবরাহ করে থাকেন। এ সমস্ত ডিলারের কাছ থেকে বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীরা মুরগি নিয়ে ব্যবসা করে। এসব সিন্ডিকেটের হাতেই কুষ্টিয়া অঞ্চলে মুরগির দাম নির্ধারিত হয়ে থাকে।

ইএইচ

Link copied!