Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৪:৫৭ পিএম


টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এলাকাবাসী আন্দোলনে যোগ দেয়।

এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী উপজেলা

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের আশ্বাসে দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, তিনি আন্দোলনকারী ছাত্র-জনতার কথা শুনেছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করবেন।

ইএইচ

Link copied!