Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিকের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৫:০৭ পিএম


সাংবাদিকের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার সকালে টঙ্গীর বনমালা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন, টঙ্গীর বনমালা রেললাইন এলাকার বাসিন্দা আমান মোল্লা (৫৫), মতিন (৫০) ও মেহেদী হাসান শুভ (২৭)।

পুলিশ আমার সংবাদকে জানায়, স্থানীয় একজন সাংবাদিকের স্ত্রীকে মারধর সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ২ জন আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মামলার বাদী সাংবাদিক আরিফ চৌধুরী আমার সংবাদকে বলেন, আসামিরা সমাজের খারাপ ধরনের লোক। তাদের অত্যাচারে বনমালা এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। গত জুলাই মাসে আসামিরা নিছক ঘটনাকে কেন্দ্র করে আমার গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং আমার পরিবারের সকলকে হুমকি প্রদান করে। পরবর্তীতে আমি থানায় মামলা করি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কায়ছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!