Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘিওরে জেলা প্রশাসকের মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৫:৩১ পিএম


ঘিওরে জেলা প্রশাসকের মতবিনিময়

মানিকগঞ্জে ঘিওর উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হেসেন মোল্লা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজাহান আক্তার সাথি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ঘিওর মুক্ত রোভার স্কাউট সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মতবিনিময় শেষে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিস, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ, ঘিওর দূর্গানারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

মতবিনিময় সভার পূর্বেই তিনি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।

ইএইচ

Link copied!