Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৫:৩৫ পিএম


রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি বিআরটিএ সার্কেলের উদ্যোগে রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোবাইদা আক্তার।

এসময় রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ট্রাফিক পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ, মোটরযান পরিদর্শক মো. সালাহউদ্দিন, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ মল্লিক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মো. আফসারসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিআরটিএ রাঙামাটি অফিস।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

ইএইচ

Link copied!