Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৬:৩৪ পিএম


মির্জাগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার

পটুয়াখালীর মির্জাগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সমন্বয়ে এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান জানান।  

বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুর হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজ রহমান ও সুবিদখালী সরকারি রই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জলিল প্রমুখ।

ইএইচ

Link copied!