Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৭:১৯ পিএম


বরুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুএমং মারমা মংয়ের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জামায়াত ইসলামীর বরুড়া উপজেলার আমির মাওলানা মো. শাহাদাৎ হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মোমিন উল্ল্যাহ ভুঁইয়া, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, মো. সোহেল খন্দকার, সুজন মজুমদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সভাপতি মো. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মো. মোস্তাকিন পাটোয়ারী, পাভেল হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!