Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাতকে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্তরাজ্য কমিউনিটি নেতার মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৭:৩৬ পিএম


ছাতকে ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্তরাজ্য কমিউনিটি নেতার মতবিনিময়

ছাতকের জাউয়াবাজার ব্যবসায়ীদের সঙ্গে যুক্তরাজ্য কমিউনিটি নেতা আব্দুল দয়াছের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জাউয়াবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী আসক উদ্দিনের সভাপতিত্বে ও এমএ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান আছাদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সুয়েব আহমদ, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রবাসী নুরুল আলম, আনতর আলী, কদ্দুস আলী সুমন, আব্দুল মুকিত।

এ সময় আব্দুল আউয়াল, ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, ব্যবসায়ী হাসনাত মিয়া, রায়হান আহমদ, রহিদ আলী, সবুজ আলী, আঙ্গুর আলম, লুৎফুর রহমান, প্রবাসী নুমান আহমদ, ডাক্তার আবুল কালাম আজাদ ও মোজাক্কির আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!