Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডোমারে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৭:৪৬ পিএম


ডোমারে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী হিসেবে ফাস্ট এইড বক্স ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রীড়া ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল আলম বিপিএএ।

এ সময় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. শাফিউল ইসলাম, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন হোসাইনী সুফী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!