Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪,

কুমিল্লা নগরীর ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের দেয়া হবে এইচপিভি টিকা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৪, ০৮:০১ পিএম


কুমিল্লা নগরীর ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের দেয়া হবে এইচপিভি টিকা

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা নগরীর ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা।

মঙ্গলবার (২২ অক্টোবর) কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

এ সময় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সরকারের উদ্যোগে বিনামূল্যে ২৭ হাজার আটজন কিশোরীকে টিকা দেওয়া হবে।

এদিকে প্রেস কনফারেন্সে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইঁয়া, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শারমিন সুলতানা মিতু, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা: সাবিজা ইয়াসমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫ম থেকে ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ২৬ হাজার ৮০৪জন ছাত্রীদের ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর ১০ দিন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ২০৪জন কিশোরীকে ৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আটদিন বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। নগরীর মোট ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা এ টিকা পাবে। এ টিকা পেতে নিবন্ধন করতে হবে।

আরএস

Link copied!